তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার পল্লীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশনরত কলেজ ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যাা থেকে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আ. হকের ছেলে প্রেমিক তায়েফের বাড়ীতে গিয়ে বিয়ের দাবীতে অনশন শুরু করে বাদাঘাট সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী।
এতে বাঁধ সাধেন প্রেমিকের পরিবারের লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঐ কলেজ ছাত্রীকে মল্লিকপুর গ্রামের আছদ্দর মল্লিকের হেফাজতে দিয়ে আসেন।
বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে এনিয়ে আলোড়ন সৃষ্টি হয়। দুদিন হেফাজতে থাকার পরেও বিষয়টি সমাধান না হওয়ায় মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীর বাবা ননাই গ্রামের ফজলু মিয়া বাদী হয়ে প্রেমিক তায়েফ তার বাবা আ. হক ও চাচা যুবলীগ নেতা শাহ আলমকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এরপরই টনক নড়ে প্রেমিকের বাবা চাচার। বুধবার সকালে উভয় পরিবারের লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে সব নাটকের অবসান ঘটিয়ে বিয়েতে সম্মত হয় প্রেমিক তায়েফের পরিবার। বুধবার সন্ধ্যার পর উভয় পক্ষের উপস্থিতিতে তায়েফের বাড়ীতে তিন লাখ টাকা দেনমোহর দার্য্য করে সামাজিকভাবেই বিয়ে সম্পন্ন হয় প্রেমিক যুগলের।