অনলাইন ডেক্স::
রাজধানীর আশকোনায় র্যাব ক্যাম্পে হামলার ২৪ ঘণ্টা না গড়াতেই রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের তল্লাশি চৌকিতে জঙ্গি কায়দায় হামলার চেষ্টা হয়েছে। শনিবার ভোর রাতে ৪টার দিকে শেখের জায়গায় তল্লাশি চৌকিতে এই হামলার চেষ্টা হয় বলে র্যাব-৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
কর্তব্যরত র্যাব সদস্যরা গুলি চালালে মোটর সাইকেল আরোহী হামলাকারী গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়েছে।
“হামলাকারী সম্ভবত মারা গেছে,” বলেন র্যাব কর্মকর্তা তুহিন।
হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা ছিল বলে র্যাব কর্মকর্তা জানান। একদিন আগে আশকোনায় হামলাকারীর দেহেও বিস্ফোরক বাঁধা ছিল।
খিলগাঁওয়ের হামলাকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। র্যাব কর্মকর্তারা বলেন, ভোর ৪টা ৩৫ মিনিটে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি চেক পোস্টে অতর্কিত ঢুকে পড়ার চেষ্টা করে। পরে বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে তাকে থামতে বাধ্য করে।
চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গিদের তিনটি আস্তানায় অভিযানের পর শুক্রবার দুপরে জুমার নামাজের আগে আশকোনা হজ ক্যাম্পের কাছে যে জায়গায় র্যাবের নতুন সদর দপ্তরের নির্মাণ কাজ শুরু হয়েছে, সেখানেই র্যাবের ব্যারাকের সীমানায় ঢুকে পড়ার পর শরীরে বাঁধা বোমার বিস্ফোরণে নিহত হন সন্দেহভাজন এক জঙ্গি।