সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের ধর্মপাশায় আব্দুর রশিদ মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মেমোরিয়াল বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। সুখাইর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু ও সাবেক ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান আলোচক ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি সাবেক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ বড় ভাই, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, মাধ্যমিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. ষফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আবু তালেব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফরহাদ আহমেদ, ফেরদৌসুর রহমান, ধর্মপাশা পাশা উপজেলা আওয়ামীলীগের নেতা আজহারুল ইসলাম পিকে, উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। এমপি রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৃণ মুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন সাধিত হচ্ছে। হাওরের এখন উন্নয়নের ছোয়া। অচিরেই গ্রাম প্রতিরক্ষা দেওয়াল, ঈদগা, খেলারমাঠ, কবরস্থানের কাজ শুরু হবে ইনশাল্লাহু। গ্রামের সাধারণ শিক্ষাথীদের জন্য আওয়ামীলীগ সরকার বিশেষ কর্মসুচী চালু করেছেন এবং শিক্ষা প্রতিষ্টানের জন্য ভবণ নির্মাণ করা হচ্ছে।
৩ কোটি ৭৮ লক্ষ ৮৮ হাজার ৯শত ২১ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্থর শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।