1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৬.৫১ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পুর্ব বিরোধের জের ধরে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফসলী জমির মালিকানা নিয়ে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ ও তার চাচাতো ভাই মৃত কনর আলীর পুত্র কাপ্তান মিয়া পক্ষদ্বয়ের মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। কাপ্তান মিয়া ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ উভয়ই সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই। মঙ্গলবার বিকেলে আমেরতল গ্রামের মাঠে জমিতে আমন ধানের বীজতলায় কাজ করতে যায় কাপ্তান মিয়া পক্ষের লিটন মিয়া। এসময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লিটন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ নিয়ে বিকেলে আমেরতল বাজারে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দিনের সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ১৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত লিটন মিয়া(৪২), কালা মিয়া(৫৯), জুবের আহমদ(২৮), রেদওয়ান আহমদ(১৭), হানিফ আলী(৬০), রহিম আলী(৫৫), হেলাল আহমদ(২৫), আক্তার হোসেন(৩২), আব্দুস সহিদ(৩৫),কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর উদ্দিন(৪২), বদরুল মিয়া(৩১), আবু মিয়া, আতাউল গনি(৫২)সহ আহতদের ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!