সাইফ উল্লাহ::
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এর অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। রবিবার সকাল ১১.০০ ঘটিকায় স্কুল পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডাঃ মোঃ তানজিল হক, সমাজকর্মী জনাব সুবিমল চক্রবর্ত্তী চন্দন সহ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দের অভিবাবক ও শিক্ষক মন্ডলী।
পরিদর্শনকালে ড. মোহাম্মদ সাদিক স্কুলের বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং জেলার একমাত্র অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সার্বিক কল্যাণের স্বার্থে যাবতিয় কাজের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।