তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা পেল ২৫০ টি পরিবার।
সোমবার বিকেলে উপজেলার বাদাঘাট(উ.) ইউনিয়নের ৯টি গ্রামে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রাম ৯টি হলো সোহালা, কোনাঠছড়া, নুরপুর, লামাপাড়া, দিঘীরপাড়, ইছবপুর, পাতারগাঁও, পাঠাবুকা ও সোলেমানপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ শাখার আজীবন সদস্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. সেরুজ্জামান, যুব প্রধান মাসুম আহমেদ, সহ যুব প্রধান সোয়েব আবেদীন, সদস্য সুমন, আ. সালাম, সিজান আহমেদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোরের কাগজের তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্, ও সিলেট মিররের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসান-মানিক।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৭.৫ কেজি, ১ লি. সয়াবিন তেল, চিনি, ডাল, লবনও ৫০০ গ্রাম সুজি।