রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাকুরী খতিয়ান বহি ভালভাবে সংরক্ষন করার লক্ষ্যে একটি ষ্টিল আলমিরা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক অনারম্ভর অনুষ্টানের মাধ্যমে অনুষ্টানের প্রধান অতিথি তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নিকট ষ্টিল আলমিরার প্রতীকি চাবি হস্থান্তর করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে ও অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
সদর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি মানবেশ রায়ের সভাপতিত্বে সহকারী শিক্ষক শেখর রায়ের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে,সহ সভাপতি হারুনুর রশীদ, নারায়ন চক্রবর্তী, দেবব্রত সরকার ,সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমূখ।