স্টাফ রিপোর্টার::
সিলেটের শিববাড়ী এলাকায় জঙ্গিদের বোমা বিষ্ফোরনে নিহত পুলিশ কর্মকর্তা সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী মোক্তারের ছেলে চৌধুরী আবু কয়সর দীপু মারা গেছেন। শনিবার রাতে সিলেটের শিববাড়িতে জঙ্গিদের গ্রেণেঢ বিস্ফোরনে তিনি মারা যান।
সুনামগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের সংগঠক ও পুরানা আওয়ামী লীগার খ্যাত আছদ্দর আলীর সাত ছেলে ও ৩ মেয়ের মধ্যে দীপু ৩য়। তিনি প্রগতিশীল মনমানসিকতা স হিসেবে বন্ধু মহলে পরিচিত।
তার সুনামগঞ্জের বাস ভবনে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশিরা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যু সংবাদ শোনার পরই পরিবারের লোকজন সিলেট ছুটে যান।
সিলেট মেট্টোপলিটন পুলিশের সিটি এসবিএর সিআইও ওয়ান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি অকৃতদার ছিলেন।
প্রতিবেশী মোবারক হোসেন বলেন, দীপু ছিলো অত্যন্ত সৎ অফিসার ও মেধাবী। ছাত্রজীবন থেকেই সে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সুনামগঞ্জের পুরানা আওয়ামী লীগার হিসেবে তার পিতা আছদ্দর মোক্তার ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। ১৯৭১ সনে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল হানাদাররা।