স্টাফ রিপোর্টার:
ধর্ষণ, নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে সুনামগঞ্জে ‘সামজিক প্রতিরোধ কমিটি’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১২ টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এই কর্মসূচি পালিত হয়।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও জেলা উদিচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচতে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট খলিল রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী, ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন সরকার, সাধারণ সম্পাদক আসাদ মনি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ, নির্যাতন, নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থানে থাকা ও সকল অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সাথে সকল অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।