স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার রাতের প্রথম প্রহরেই জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ সমাধীতে শ্রদ্ধা নিবেদন করে। রবিবার ভোরে সাংস্কৃতিক সংগঠন র্যালি করে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায়। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, পৌরসভা, জেলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে।
সকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। মুক্তিযুদ্ধের উপর নাটিকা প্রদর্শনসহ নানা প্রদর্শন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে। রাতে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।