স্টাফ রিপোর্টার::
দেশের সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত পরকিল্পনামন্ত্রী এমএ মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা পজেটিভ হলেও শারিরিকভাবে তিনি যথেষ্ট সুস্থ আছেন। তাই ডাক্তারের পরামর্শে সিএমএইচে ভর্তি হয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রীর রোগমুক্তি কামনায় মন্ত্রণালয় ও পরিবারের পক্ষ থেকে দেসবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তাঁর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। করোনার তেমন উপসর্গও নেই। কিন্তু বয়স বিবেচনায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তাঁর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ উন্নয়নের রূপকার এমএ মান্নানের রোগমুক্তি কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর রোগ মুক্তি কামনা করে প্রার্থনা জানিয়েছেন অনেকে। নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জেও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা হচ্ছে।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মাসুম বিল্লাহ বলেন, মন্ত্রী মহোদয়ের করোনা পজেটিভ হলেও তিনি শারিরিকভাবে পুরো সুস্থ আছেন। আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন তিনি। তবে বয়স বিবেচনায় চিকিৎসকগণ তাকে সিএমএইেচে ভর্তির পরামর্শ দিয়েছেন। মন্ত্রণালল ও মন্ত্রী মহোদয়ের পরিবার থেকে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।