স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গ্রীণ হাউজ পদ্দতিতে উৎপাদিত উচ্চ ফলনশীল বিভিন্ন প্রজাতির সব্জিচারা আগাম উৎপাদন শুরু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আমপাড়া গ্রামে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ‘গ্রীণহিল সিডলিং ফার্ম’ নামের বারো মাস সব্জি উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় এলাকার কৃষকরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাংলাদেশের উন্নয়নে কৃষকদের বড় ভূমিকা রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয় দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সব্জি উৎপাদনও বাড়ছে। এর মূলেই রয়েছেন কৃষকরা। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন, দেশের এক ইঞ্চি জমিও পতিত থাকবেনা। তাই এই এলাকার কৃষকদের একই ক্ষেতে বছরে ৩-৪টি ফসল উৎপাদনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সুনামগঞ্জ হচ্ছে শষ্য ভা-ার। এখানকার উর্বর ভূমিতে বীজ ফেললেই সোনা ফলে। গ্রীণ হিল সিডলিং ফার্ম এই এলাকার বারো মাস সব্জিচারা উৎপাদনের মাধ্যমে কৃষি অর্থনীতিকেই পাল্টে দিবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমাদের হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছেনা। বন্যায় চারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। এতে সব্জি উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন গ্রীণহিল সিডলিং ফার্ম বারো মাস সব্জি উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। তাদের মাধ্যমে এলাকার কৃষকরা বারো মাস সব্জি উৎপাদন করতে পারবেন, এতে তাদের ভাগ্য বদল হবে। তিনি এলাকার আরো অন্যান্য উদ্যোক্তাদেরও সবুজ বিপ্লবে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কেক কেটে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘গ্রীণহিল সিডলিং ফার্ম’ এর উদ্বোধন করেন। তিনি প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়ে সহযোগিতার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রতিষ্ঠানের পরিচালক হাসান আহমদ প্রমুখ।