1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৯.০২ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির ২য় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাজু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কমিটির
সহ সভাপতি অভিনাশ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা রামানন্দ দাস, আজমান গণি তালুকদার, জেলা কমিটির কার্যকরী সদস্য দুর্যোধন দাস দুর্জয়, উপজেলা কমিটির সহ সভাপতি নরেন্দ্র কুমার দাস, আটগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি ছুরত আলী, উপজেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রণজিত কুমার দাস ও সাংবাদিক বাদল চন্দ্র দাস প্রমুখ। সম্মেলনে অধ্যাপক তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে পুনরায় ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এসময় সম্মেলনে উপস্থিত সবাই করতালির মাধ্যমে নব গঠিত কমিটিকে স্বাগত জানান। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ সভাপতি সুধীর চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস, হাবিবুর রহমান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাদল চন্দ্র দাস, ওদুদ মিয়া, উপানন্দ দাস, পাবেল আহমেদ, রঞ্জন কুমার বৈষ্ণব, প্রীতেশ চন্দ্র দাস, নিবলু রায়, অমরচাঁদ দাস, চিন্ময় দাস, মানবেন্দ্র দাস, মহেশ তালুকদার ও প্রাণেশ দাসসহ অন্যরা। উপস্থিত ছিলেন হবিবপুর ইউনিয়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা দুর্গাচরণ দাস, মুক্তিযোদ্ধা রনীল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাস ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শপথ গ্রহণের মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!