স্টাফ রিপোর্টার::
আজ ২০ অক্টোবর মঙ্গলবার। জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটগ্রহণে ভোটারদের সাড়া কম।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ মারা যান গত ৯ ফেব্রুয়ারি। তার মৃত্যুতে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষনা করলেও করোনার কারণে আবারও বন্ধ হয়ে যায় নির্বাচনী তৎপরতা।
উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আল আজাদ (নৌকা)। তার সঙ্গে প্রার্থী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক আফিন্দি (ধানের শীষ)। বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়ার ছেলে বিএনপি নেতা মাসুম তালুকদার (আনারস)। এই নির্বাচনে সাবেক ছাত্র লীগ নেতা মাসুম তালুকদারের চাচা সাবেক ইউপি চেয়ারম্যান মোহন তালুকদারও (ঘোড়া) প্রার্থী হয়েছেন। বর্তমানে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলার ৪৬টি ভোট কেন্দ্রে ১ লাখ ১৭হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে পুলিশ, আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে।