স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার দুপুরে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রচারণা চালিয়ে নির্বাচনী এলাকা ত্যাগ করেছেন। এই উপনির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টানা প্রচারণা চালিয়েছেন।
এছাড়াও জয়া সেনগুপ্তা ও তার একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত মনোনয়ন জমাদানের পরই দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। দ্বারে দ্বারে ঘুরেছেন সুরঞ্জিত সেন গুপ্তের পুরানা কর্মী ও সমর্থকদের নিয়ে। নির্বাচনী এলাকার ভোটার, রাজনৈতিক বিশ্লেষকরা জানান, জয়া সেনগুপ্তা এখন নির্ভার। পরিশ্রম, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচারণা ও সর্বোপরী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি মানুষের ভালোবাসা তাকে বিজয়ের ব্যাপারে আশাবাদী করেছে। তাছাড়া
অন্যদিকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মধ্যপ্রাচ্য প্রবাসী ধনকুবের ছায়েদ আলী মাহবুব হোসেনের পক্ষেও বিএনপি নেতাদের প্রচারণা চালিয়েছেন। বিএনপি-জামায়াতকে সঙ্গী করে আলোচনায় থাকা এই প্রার্থীও এখন জয়ের স্বপ্ন দেখছেন। আগামী বৃহষ্পতিবার সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দিরাই-শাল্লা উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৪৩০। ১১০টি ভোট কেন্দ্রে আগামী বৃহষ্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন প্রার্থীই এখন পর্যন্ত ভোট কারচুপি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নিয়ে কোন কথা বলেননি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসন সবধরনের প্রস্তুতি নিয়েছে। পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি মোবাইল টিমও থাকবে।
ড. জয়া সেনগুপ্তা বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশাবাদী শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এই আসন উপহার দিতে পারব।