ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে উপজেলার পরিষদের সম্প্রসারিত নতূন প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। ভিত্তি প্রস্তর স্থাপনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডি প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) বাস্তবায়নে ইইউসিপিডাব্লিউ-৩৯ প্যাকেজের আওতায় কাজ পায় ‘মেসার্স এমআই ট্রেডিং এন্ড কোম্পানী’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ১ এপ্রিল থেকে কাজটি শুরু হওয়ার কথা থাকলেও উপজেলা পরিষদের ভেতরে পরিত্যক্ত টিনশেড ভবন অপসারন না হওয়ায় মূল কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। এটির ব্যয় ধরা হয় ৬ কোটি ৬ লক্ষ টাকা।