অনলাইন ডেক্স::
সিলেটের আতিয়া মহলের পর এবার মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম। তবে আলোক স্বল্পতার কারণে এই অভিযানে রাতে আর সামনের দিকে এগোবে না সোয়াত টিম। সকালে আবার সামনে এগোনো শুরু হবে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এ অভিযান শুরু হয়।
বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে অবস্থান নিয়ে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াত সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা ৭টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় তিনশ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্টরা জানান।
অভিযান সূত্রে জানা গেছে, আলোক স্বল্পতার কারণে জঙ্গি আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বা বোমার অবস্থান চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এ কারণে আজ (বুধবার) রাতে আর অভিযান সামনের দিকে অগ্রসর হবে না। সকালের আলো ফুটলে নতুন করে সামনের দিকে এগিয়ে যাবেন অভিযানে অংশ নেওয়া সোয়াত টিমের সদস্যরা।
জানা গেছে নাসিরপুরের এই অভিযানে সোয়াত টিমের সদস্য ছাড়াও ঢাকার সিটিটিসি ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে।
এর আগে, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে সোয়াত টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।