1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের প্রথম শহিদ আবুল হোসেনের কবর বাঁধাই কাজের উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৮.৫৪ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের প্রথম শহিদ আবুল হোসেনসহ ৪৭ জন বীর মুক্তিযোদ্ধার কবর বাধাই করার কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপুর্ত অধিদপ্তরেরর মাধ্যমে দেশের ২ হাজার ৯৩৮ জন বীর শহীদের কবর বাধাই প্রকল্প
হাতে নিয়েছে। এই প্রকল্পে সুনামগঞ্জ জেলার পথম শহিদ আবুল হোসেনের কবর বাধাইয়ের মাধ্যমে সুনামগঞ্জের শহিদদের কবর বাধাইয়ের আনুষ্টানিক কাজ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শনিবার সকালে তিনি শহিদ সন্তান রেজাউল করিমকে নিয়ে কাজের উদ্বোধন করেন। এ সময় শহিদ মুক্তিযোদ্ধার কবরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে শহিদ হওয়া বীর যোদ্ধাদের কবর বাধাইয়ের উদ্যোগ গ্রহণ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় এ পর্যায়ে ৪৭ জন বীর শহীদদের সমাধি বাঁধাই করা হবে। একই ডিজাইনে একাত্তরে শহিদ বীর যোদ্ধাদের কবরে কাজ করা হবে। যাতে সহজেই চিহ্নিত হয় বীর যোদ্ধাদের কবরগুলো। সুনামগঞ্জ সদর উপজেলায় সুনামগঞ্জের প্রথম বীর শহীদ আবুল হোসেনসহ ৮ জনের কবর বাধাই করা হবে। বাকি ৩৯টি কবর বিভিন্ন উপজেলায় অবস্থিত। পর্যায়ক্রমে সেগুলোর বাধাইকাজও শেষ করা হবে।
শহিদ আবুল হোসেনের কবর বাধাই কাজ উদ্বোধনকালে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজদ, জেলা প্রশাসকের কার্যালয় এর সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান এবং সহকারি কমিশনার সম্রাট হোসেন, জহিরুল আলম, এস এম রেজাউল করিম এবং মোঃ রিফাতুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মজিদ, স্থানীয় বীরমুক্তিযোরদ্ধাবৃন্দ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফুল মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
এসময় জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ট অর্জন। মুক্তিযুদ্ধের চিরন্তন স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। মুক্তিযোদ্ধাদের গৌরব ও মর্যাদা রক্ষায় কাজ করছেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!