স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেন গুপ্তের পতœী ড. জয়া সেনগুপ্তা বিপুল ভোটে বিজয়ের পথে। শাল্লা উপজেলায় ৩৯ হাজার ৫১১ ভোট পেয়েছেন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সমর্থিত) ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মাত্র ৭ হাজার ভোট পেয়েছেন। দিরাই উপজেলায়ও কাস্ট হওয়ায় দুই তৃতিয়াংশ বেশি ভোট পেয়েছেন ড. জয়া সেনগুপ্তা।
সকাল থেকে বৃষ্টির কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে দুপুরের পরে বৃষ্টি কমে আসায় ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছিল।
১১০ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান, রিটার্নিং কর্মকর্তা এজহারুল হক।