স্টাফ রিপোর্টার::
প্রায় চার বছর ধরে কাজ ফেলে রেখেছে ঠিকাদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একাধিকবার লিখিত তাগাদা দিলেও রা করেনি প্রভাবশালী ঠিকাদাররা। এর মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে তিন বছর আগে। কাজ না করেই বেশিরভাগ বিলও তুলে নিয়েছে। বরং ঠিকাদারের পক্ষ হয়ে সর্বোচ্চ পর্যায়ের এক জনপ্রতিনিধি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ওই ঠিকাদারকে না ঘাটাতে নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই গত কয়েক দফা বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেছে সড়কটি। এই অবস্থা সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর-পৈন্দা সড়কের। তিন বছর ধরে ফেলে রাখা সড়কের কাজটি সম্পন্ন না করায় গত বন্যায় রাস্তাটির অস্তিত্বই নেই। এই অবস্থায় মোহনপুর গ্রামের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া সচেতন যুবসমাজ এ ঘটনার ভার্চুয়াল প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে বেহাল রাস্তার চিত্র তুলে ধরে সড়কে যাতায়াতকারীদের ক্ষোভ-বঞ্চনা ও হতাশার কথা তুলে ধরেছেন। ক্ষুব্দ মানুষজন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সংসদ সদস্যের প্রতিও ক্ষোভ জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ১৪টি গ্রামের জেলা সদরের সঙ্গে যাতায়াতের প্রধান সড়ক জয়নগর টু পৈন্দা সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সোমবার সকাল ১০টায় ফেইসবুক লাইভে এসে ভার্চুয়াল প্রতিবাদী কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে যুক্ত হন এলাকার ভুক্তভোগী মানুষজন। এসময় সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় উঠে আসে জনপ্রতিনিধিদের ক্রম অবহেলার ইতিহাস।
সড়কটির ভেঙ্গে যাওয়া বিভিন্ন অংশের উপর দাঁড়িয়ে ফেসবুক লাইভে সচেতন যুবসমাজের প্রতিনিধি মোঃ আলমগীর তালুকদার প্রতিবাদ শুরু করেন। পরে তার সঙ্গে যুক্ত হন এলাকার সচেতন যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এসময় বক্তারা বলেন, মোহনপুর ইউনিয়ন তথা অত্র এলাকার প্রায় ত্রিশ- হাজার মানুষের যাতায়াতের প্রধান সড়ক এটি। ঠিকাদারের অবহেলায় তিন বছর ধরে পড়ে থাকার পর এ বছর কয়েক দফা বন্যায় ভেঙে গেছে। এখন ঠিকাদারকে বাচানোর তৎপরতা শুরু হয়েছে। সড়কটি দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারের কোন উদ্যোগ দেখা যায় নি। সড়কটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় এখন জেলা সদরে ২৫ মাইল পথ ঘুরে যেতে হচ্ছে এলাকাবাসীকে। অবিলম্বে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিকে এই লাইভ চলাকালেই ভাঙ্গা সড়কে একটি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় শিমুল ইউপি সদস্যসহ দুজন আহত হন।
প্রতিবাদী ভার্চুয়াল কর্মসূচীতে উপস্থিত ছিলেন- তানভীর আহমদ জনিক, তারিকুল ইসলাম সেলিম, মোঃ রইসুজ্জামান, অলিউর রহমান, কাজী বদরুল হাসান, সামির মিয়া, আশরাফুল ইসলাম, রুবেল হোসেন, আমির হোসেন, মহিবুর রহমান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুক্তাদির, ডাঃ মতিলাল দাস, শামসুন্নুর মিয়া প্রমুখ।