রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুরের শনি হাওরের বাঁধগুলো রক্ষায় প্রানপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন হাওর পাড়ের শতশত কৃষক, সাধারন জনতা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
গত কয়েকদিনের টানা বৃষ্ঠিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার বেশ, কটি হাওর তলিয়ে গেলেও এখন পর্যন্ত রয়ে গেছে জেলার অন্যতম বৃহৎ দুটি হাওর শনি ও মাটিয়ান। আর এ দুটি হাওর রক্ষা করার জন্য গত ৩ দিন ধরে হাওর পাড়ের কৃষক ও সর্বস্তরের মানুষ পানির সাথে যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়িত। প্রতিদিনই হাজার হাজার মানুষ রাত পোহালেই উরা কোদাল নিয়ে নৌকায় করে রওয়ানা হচ্ছেন হাওরের বাঁধগুলোতে। আর এ কাজে সার্বিক সহযোগিতা করছেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাঁন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ ।