স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট তাহিরপুর উপজেলার শনির হাওরের ফসলরক্ষা বাঁধে স্থানীয় কৃষকদের সঙ্গে কাজ করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি বাধে গিয়ে কৃষকদের সহমর্মিতা জানিয়ে বাঁধরক্ষার কাজে অংশ নেন। এসময় তিনি কৃষকদের অভাব ও অভিযোগ অবগত হয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় বাধের কাজে অংশ নেওয়া কৃষকদের সহযোগিতা করেন। তিনি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া কৃষকদের মধ্যে শুকনা খাবার সরবরাহ করেন এবং তাদেরকে নগদ টাকা ও বাশসহ নানা উপকরণ প্রদান করেন।
নূরুল হুদা মুকুটের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।