1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

কানাডায় ইমিগ্রেশনে আগ্রহীদের সঠিক তথ্য জেনে প্রস্তুত হতে হবে

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ১.৫৪ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
’বাংলাদেশ থেকে কানাডায় অভিবাসী হতে আগ্রহীদের এই সম্পর্কিত সঠিক তথ্য জেনে নিজেদের প্রস্তুত করতে হবে। ইমিগ্রেশন নিয়ে নানা ধরনের অসত্য তথ্য, গুজবের মাধ্যমে প্রতারনার জাল ছড়ানো হয়েছে। সঠিক তথ্যই কেবল সাধারণ মানুষকে ইমিগ্রেশন নিয়ে প্রতারনা থেকে রক্ষা করতে পারে’-। কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত সফল তিন জন নারী অভিবাসন নিয়ে শুক্রবার রাতে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই মতামত দেন।

বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে টরন্টো থেকে আগামী ১ জানুয়ারি প্রতাশিতব্য ইমিগ্রেশন বিষয়ক নিউজ পোর্টাল ‘ইমিগ্রেশন নিউজ২৪’ এই আলোচনার আয়োজন করে।

‘ তিন সফল বাংলাদেশি কানাডীয়ান নারীর গল্প’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের সংগ্রাম এবং সাফল্যের ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ব্যারিষ্টার চয়নিকা দত্ত, অন্টারিওর প্রভিন্সিয়াল সংসদের সদস্য, কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি ডলি বেগম এবং উইমেন এক্সিকিউটিভ নেটওয়ার্ক’ কর্তৃক ঘোষিত ২০২০ সালের কানাডার ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া নাজিয়া শাহরীন।

’ইমিগ্রেশন নিউজ২৪’ এর সম্পাদক ও প্রকাশক উজ্জ্বল দাশের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

ব্যারিষ্টার চয়নিকা দত্ত তাঁর আলোচনায় বলেন, অভিবাসনের জন্য কানাডা একটি অসাধারণ সুযোগ এবং সম্ভাবনার দেশ। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা অভিবাসী নেয়। বাংলাদেশিরা সেই সুযোগ নিতে পারেন। কিন্তু অভিবাসী হওয়ার জন্য দীর্ঘ প্রস্তুতি নেয়ার দরকার। কানাডায় অভিবাসনের জন্য কি যোগ্যতা লাগে, কোন ক্যাটাগরিতে লোক নেয়া হবে এই সব তথ্যই সরকারি ওয়েবসাইটে আছে। এইগুলো বিশ্লেষন করেই অভিবাসনের জন্য প্রস্তুত হওয়া দরকার।
ব্যারিষ্টার চয়নিকা দত্ত আরও বলেন, কানাডার ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশে নানা ধরনের গুজব এবং অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে । অনেকেই এতে প্রতারিতও হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম জনপ্রতিনিধি ডলি বেগম এমপিপি বলেন, কানাডা সরকার অভিবাসনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে। কেবল লোক আনার মাধ্য দিয়েই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই দেশে আসার পর তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দিকেও সরকারের নজর দেয়া উচিৎ।

এমপিপি হিসেবে নির্বাচিত হবার পথে নিজের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, তার আগে অনেকেই কানাডার বিভিন্ন পর্যায়ের নির্বাচনে প্রার্থী হয়েছেন, রাজনীতিতে অংশ নিয়ে কমিউনিটির জন্য পথ তৈরি করে দিয়েছেন। সেই পথ ধরেই তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নিজেকে ’এখনও সফল নন’ দাবি করে ডলি বেগম বলেন, আরো বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি নারী কানাডার নানা পর্যায়ে নির্বাচিত হয়ে এলেই তিনি নিজেকে সফল বা কিছু একটা অর্জন করতে পেরেছেন বলে মনে করবেন।

নাজিয়া শাহরীন নিজের সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, কানাডা অভিবাসনের ক্ষেত্রে বিভিন্ন পেশা বা বিভিন্ন সেক্টরে লোক খুঁজে। সেগুলো বিশ্লেষণ করে তাদের চাহিদা অনুসারে নিজেদের প্রস্তুত করা গেলে কানাডায় বাংলাদেশ থেকে অভিবাসীর সংখ্যা বাড়ানো সম্ভব।

তিনি নানা পর্যায়ে বাংলাদেশি কানাডীয়ানদের অংশ গ্রহণ না থাকার কথা উল্লেখ করে বলেন, সরকারের নীতি নির্ধারণে প্রভাব তৈরির জন্য প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতি, কর্পোরেট জগত থেকে শুরু করে নানা খাতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সে জন্য কঠোর পরিশ্রম এবং নিজেদের যোগ্য করে তুলতে হবে।

‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডা ইমিগ্রেশনের সঠিক তথ্য যাতে বাংলাদেশের মানুষ সহজে পেতে পারে তার ব্যবস্থা থাকা দরকার। এটা ঠিক- কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে অনেক তথ্য আছে, কিন্তু সেটি পড়ে পুরোপুরি বুঝে নেয়া অনেকের জন্যই কঠিন। আবার অনেকে এই তথ্যটাই জানেন না। ফলে বাংলা ভাষায় সহজবোধ্যভাবে ইমিগ্রেশনের নানা তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়ার। ব্যবস্থা থাকা দরকার।

’ইমিগ্রেশন নিউজ২৪’ এর সম্পাদক ও প্রকাশক উজ্জ্বল দাশ জানান, আগামী ১ জানুয়ারি থেকে তাদের ’ইমিগ্রেশন নিউজ২৪’ সারা বিশ্বের পাঠকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের জন্য ইমিগ্রেশনের তথ্য বিষয়ক একটি নির্ভরযোগ্য ভান্ডার হিসেবে ইমিগ্রেশন নিউজ২৪কে গড়ে তুলতেই এই প্রচেষ্ঠা । তিনি আরও জানান, ২০ শে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত নিউজ পোর্টালটি পরীক্ষামূলকভাবে পরিচালনার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন বিশেষজ্ঞ মতামত, পাঠক ও অভিবাসন সংক্রান্ত তথ্য চাহিদাকে প্রধান্য দিয়ে এই মাধ্যমটি তৈরী হবে।
www.immigrationnews24.com নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ www.facebook.com/imminews24 কিংবা ইউটিউব চ্যানেলে/immigrationnews24 আগ্রহীদের যুক্ত থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!