ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জনতা বাজারে হাওরের উন্নয়নের ভাবনা নিয়ে সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জনতা বাজারের মাঠে সুধী সমাবেশ অনুষ্টিত হয়।
সভাপতি সাবেক বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী, আওয়ামীলীগ নেতা মো. খোকন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মনিন্দ্র তালুকদার, জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন সহ, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি এমপি রতন বলেন, আমরা হাওর বাসী, হাওরে প্রতি ভালবাসা থাকা স্বাভাবিক, কারণ আমি হাওর এলাকার সন্তান, এর জন্য আপনার আমাকে ভালবেসে তিন বারের এমপি নির্বাচন করেছেন। হাওরে প্রতি মাননীয় প্রধান মন্ত্রী আন্তরিক, তাই গ্রাম প্রতিরক্ষা দেওয়া, ঈদগা, খেলার মাঠ, কবরস্থান সহ, মডেল মসজিদ নির্মাণ করা হবে। আসুন প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামীলীগের। ##