সাজ্জাদ হোসেন শাহ্,:
সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি মহল ধর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তিই দেশের এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে পারবেনা। নদীতে চাঁদীসহ সকল ধরণের দুর্নীতি প্রতিহত করতে হাওরবাসীকে ঐকবদ্ধ হতে হবে।
উপরোক্ত কথাগুলো বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও (সিলেট-সুনামগঞ্জ) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামীমা শাহারিয়ার এমপি বলেন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ আহ্বায়ক শেখ মোস্তাফার সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম কে ওয়াহিদ চৌধুরী খসরু ও উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল শাহ্’র যৌথ সঞ্চালনায় অনুষ্টিত ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজীত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন লিমন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, তাহিরপুর উপজেলা কৃষকলীগ আহ্বায়ক জিল্লুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগ যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, সদস্য মজিবুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উত্তর শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন প্রমুখ।
এর আগে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথি বৃন্দ। সম্মেলনে শ্রীপুর উত্তর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোট ১৮টি ভোট নেয়া হয়। সম্মেলনে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী ছিলেন। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়নী। আগামী দু/একদিনের মধ্যে ফলাফল ঘোষনা করা হবে বলে জানা গেছে স্থানীয় কৃষকলীগ সুত্রে।