দিরাই প্রতিনিধি:
প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন ভোট গ্রহন শুরু হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। পৌর সভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩৭৯ জন তাদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫২ ও ১০ হাজার ৮২৭ নারী ভোটার রয়েছেন। ১২টি কেন্দ্রের ৬২টি ভোটকক্ষে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
তবে ইভিএমে ভোট দিয়ে ভোটারদের খুশি দেখা গেছে।
দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশ্বজিৎ রায় (আওয়ামী লীগ), ইকবাল হোসেন চৌধুরী (বিএনপি) ও অনন্ত মল্লিক(জাতীয় পার্টি)সহ ৮ জন প্রতিদ্বন্ধীতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৯, সংরক্ষিত নারী আসনে ১৩ জন লড়ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বললেন, দিরাই পৌরসভার ২১ হাজার ৩৭৯ জন ভোটারই ২৮ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট দেবেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিত গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ৬২টি কেন্দ্রেই ভোট গ্রহন হচ্ছে।
এদিকে প্রতিটি ভোট কেন্দ্রেই সকাল থেকে নারী ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।