দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরে এ ইউনিয়নে ১ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ। ব্যায়ের খাত হিসেবে বাজেটে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে যোগাযোগ, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তির প্রশা ও শিক্ষা খাতে। সোমবার বিকালে টেংরাবাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রিয় সহসভাপতি আবাদি কৃষক নেতা আব্দুল আওয়াল, ফরিদ উদ্দিন আহমদ, ফয়েজুর রহমান মাস্টার, সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মুহিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদির, আলীনুর, আং মতিন, ফরিদা আক্তার, জরিনা বেগম, হোছনা বেগম, বীরেন্দ্র পুরকায়স্থ, আলতাব হোসেন, আক্তার হোসেন, ফয়েজ মাস্টার, এনজিও প্রতিনিধি জহিরুল হক প্রমুখ।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে আবাদি কৃষক আব্দুল আওয়াল বলেন, ইউনিয়নের খাসিয়ামারা নদীর বালি পাথর, টেংরাটিলা গ্যাস ফিল্ড, খনিজ সম্পদকে আয়ের খাতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া প্রত্যন্ত এলাকায় পলিট্রি ইন্ডাষ্টিজ সমুহ ট্রেড লাইসেন্স নয় আলাদা কর নির্ধারণসহ গ্রুপ ফিসারী নাম বাদ দিয়ে জলমাহাল গুলোকে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত করা হলে ইউনিয়ন পরিষদ অবকাঠামোর কাংখিত উন্নয়ন সাধিত হবে।
বক্তারা বলেন, চৈত্রের ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এ ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে সব ক’টি হাওর বাঁধ ডুবে গিয়ে কৃষকদের যে ক্ষতি সাধিত হয়েছে তা কাটিয়ে উঠার পরিকল্পিত ব্যবস্থা করতে হবে। এ ইউনিয়নের কোনো হাওরের বাঁধ তলিয়ে ফসলহানির ঘটেনি। ডুবরার পানিতে তলিয়ে গিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।