স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর ডাকে জেলাব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে নিঃস্বার্থ দাঁড়ানো এই সংগঠনটি আগামী ১৩ এপ্রিল হাওরের ফসলডুবির ঘটনায় পাউবোর দুর্নীতির বিচার দাবি ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে পাউবো অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে। প্রতিদিনই সংগঠকের নেতৃবৃন্দ প্রত্যন্ত এলাকায় গিয়ে কৃষকদের পক্ষে কথা বলছেন। ফসলহারা কৃষকদের সচেতন করার পাশাপাশি পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দুর্নীতির বিচার দাবি করে সংগঠনটি কৃষকদের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সোমবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও বিজন সেন রায়ের নেতৃত্বে সংগঠনের কর্মীবৃন্দ শান্তিগঞ্জ ও পাগলা বাজারে মানববন্ধন ও কৃষক সমাবেশ করেছেন। এদিকে পাউবো অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে সুনামগঞ্জে। কৃষকদের প্রতি সংহতি জানানোয় তারাও সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর থেকে গ্রহণ করে কর্মসূচিতে একাতœতা ঘোষণা করেছেন।
উল্লেখ্য সংগঠনটি পাউবোর সংশ্লিষ্টদের দুর্নীতির বিচার দাবি করে হাওরের ফসলরক্ষায় নদনদী খনন ও কৃষকদের পুনর্বাসনসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে।