1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ, একযোগে ৬ জনের পদত্যাগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৭.৩২ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
দীর্ঘ দুই দশক বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কমিটি অনুমোদনের পর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ৬ জন পদত্যাগ করেছেন।

ছাত্রদল নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপজেলা পৌর ও কলেজ শাখায় কোনো কমিটি না থাকায় নেতা-কর্মীরা কমিটির জন্য জোর লবিং শুরু করেন। গত বুধবার (৬ জানুয়ারি) রাতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজে কমিটি অনুমোদন দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া।

কমিটিতে উপজেলা শাখায় মামুনুর রশিদকে আহ্বায়ক এবং সামছুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌরসভায় ইমন আহমদকে আহ্বায়ক ও মোবারক হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটি ও জগন্নাথপুর সরকারি কলেজে

রহুল আমিনকে আহ্বায়ক ও আব্দুল কাদিরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শাখা থেকে জাহিদুল ইসলাম ও জুয়েব হোসাইন পদত্যাগ করেন। পৌর শাখা থেকে পদত্যাগ করেন মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন ও আলাউর রহমান। আর জগন্নাথপুর সরকারি কলেজে শাখা কমিটি থেকে কাশেম মিয়া পদত্যাগ করেন।

তাঁদের মধ্যে কাশেম মিয়া বলেন, ‘আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কমিটিতে আমাকে যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে। তাই আমি এ পদ থেকে পদত্যাগ করেছি। আজ (শুক্রবার) জেলা কমিটির নিকট পদত্যাগপত্র পৌঁছে দিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!