শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় চলতি বছরের বোর ফসল রক্ষা করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ ডুবন্ত বাঁধ মেরামতের জন্য স্কীম প্রস্তুত ও “পিআইসি” গঠনের লক্ষে গণশুনানীর কাজ শুরু করেছে উপজেলা কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্য সচিব।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দিরাই পওর শাখা-২ এর শাখা কর্মকর্তা ও শাল্লা উপজেলা কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম জানান ৬
জানুয়ারী বুধবার থেকে শাল্লা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা স্কীম প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আল মুক্তাদির হোসেন কে সঙ্গে নিয়ে আমরা অত্র উপজেলার বিভিন্ন হাওর পাড়ের কৃষকদের সাথে গণশুনানি করে যাচ্ছি এবং হাওরের পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানীর কাজ চলমান রয়েছে, শ্রীঘ্রই পিআইসি গঠন করে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হবে।
আশা করি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে পারব।