স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাওয়ের লক্ষ্যে বুধবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের কর্মীরা। বুধবার রাতে মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত জরুরি সভা শেষে কর্মসূচি সফলের লক্ষ্যে মিছিল নিয়ে বের হন নেতবৃন্দ। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি ফের জগৎজ্যোতি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছেলে ‘দুর্নীতিবাজদের চিনে নিন, এই মাটিতে কবর দিন’ স্লোগানটি বেশ সাড়া ফেলে। মিছিল চলাকালে এই স্লোগানে উজ্জীবিত হয়ে দুই পাশের জনতা হাত নেড়ে অভিনন্দন জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, কৃষক নেতা আব্দুল কাইয়ূম, কৃষক নেতা রুহুল আমিন, অ্যাডভোকেট এনামম আহমেদ, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, বিন্দু তালুকদার, এমরানুল চৌধুরী, শামস শামীম, দেওয়ান গিয়াস, এ আর জুয়েল, শহীদ নূর ছাত্র নেতা তারেক চৌধুরী, পুলক তালুকদার প্রমুখ।