হাওর ডেস্ক::
সিলেট বিভাগে মহামারি করোনায় প্রাণহানি পুরুষ চিকিৎসকের মধ্য দিয়ে শুরু হয়েছিলো। দীর্ঘ ৯ মাসে চিকিসক, নার্স, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি চাকরিজীবি ও শ্রমজীবিসহ একে একে কেড়ে নিয়েছে ২৭১টি প্রাণ।
এবার সিলেট বিভাগে করোনায় মারা গেছেন এক নারী চিকিৎসক। মাহমুদা খানম লিলি (৬২) নামের এই চিকিৎসক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই গোলাম সারোয়ার উদ্দিন বাবলু। বুধবার (১৩ জানুয়ারি) মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মোল্লা বাড়ির অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নূরউদ্দিনের মেয়ে । ডাক্তার লিলি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক।
(সিলেট ভিউ)