স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীর কারণে সুনামগঞ্জের হাওরের একমাত্র বোরো ফসল আগাম তলিয়ে যাওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে সুনামগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের ডাকে কৃষকরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেও পুলিশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যাওয়ার আগে ঘেরাও কর্মসূচিতে বাধা দিলে কৃষক জনতা শহরের কাজীর পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। তিনি সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় শহরের আলফাত স্কয়ারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাওর এলাকার ফসলহারা কৃষকরা অংশ নেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল দিয়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঘেরাওয়ের লক্ষ্যে রওয়ানা দেন। কাজীর পয়েন্ট পৌঁছার পর কৃষকদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করা হয়। সমাবেশে কৃষকরা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে ফসলরক্ষা বাধের কাজে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।