তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে দিনদুপুরে এক ব্যবসায়ীকে প্রাণনাশের চেষ্টায় অতর্কিত হামলায় গুরুতর জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ এ হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
হামলার শিকার ওই ব্যবসায়ী বাদাঘাট (উ.) ইউনিয়নের বাদাঘাট গ্রামের নবাব শাহ’র ছেলে সাইফুল্লাহ (২৮)।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে আরও জানা যায়, ঘটনার আগের দিন বাদাঘাট বাজারে বড়দল উত্তর ইউনিয়নের চরগাঁও গ্রামের আব্দুল মুতালিবের ছেলে আল আমিনের (৩০) ফার্নিচারের দোকানে ফার্নিচার সংক্রান্ত বিষয় নিয়ে কামড়াবন্দ গ্রামের রশিদ মিয়ার ছেলে খুর্শিদ মিয়ার (২৫) এর সাথে বাকবিতণ্ডা হয় সাইফুল্লাহ’র । এক পর্যায়ে খুর্শিদ মিয়া উদ্যত হয়ে সাইফুল্লাহকে মারপিট করতে গেলে উপস্থিত লোকজনের বাধার মুখে এদিন সে ফিরে আসে।
সোমবার সকালে ১০টার দিকে সাইফুল্লাহ বাড়ি থেকে গোলাম হোসেনের ফার্নিচারের দোকানের সামনের রাস্তা দিয়ে বাদাঘাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আল আমিন, খুর্শিদ মিয়াসহ সহযোগী আরও ৩-৪ জন মিলে সাইফুল্লাহ’র পথরোধ করে দেশীয় অস্ত্রসহ নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলার শুরুতেই আল আমিন প্রাননাশের উদ্যোশে লোহার রোড দিয়ে সাইফুল্লাহকে আঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে, সাথেসাথে খুর্শিদ মিয়াসহ অন্যরাও তখন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত এ হামলায় অংশ নেয়। হামলায় সাইফুল্লাহর কান, হাত, মাথা ও পিঠে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরিবারের অভিযোগ, এসময় সাইফুল্লাহ’র সাথে থাকা প্রায় ৪লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।