স্টাফ রিপোর্টার::
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পাউবো নির্মিত হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ ভেঙে হাওরের ফসলহানিতে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আগামীকাল সোমবার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রাতে তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করবেন।
এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুনামগঞ্জ আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। জেলার বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার চাদরে ছেয়ে গেছে জেলা শহর। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী।