তাহিরপুর প্রতিনিধিঃ
যাদুকাটা নদীতে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলনের ছবি সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন এর উপর মধ্যযুগীয় কায়দায় বালুখেকোদের হামলা ও নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাদাঘাট সচেতন নাগরিক ফোরাম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের মেইন রোডস্থ মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে সাংবাদিক কামালের উপর বর্বরোচিত হামলার মূল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির পাঠান, ওলামালীগ বাদাঘাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব বাচ্চু মোল্লা, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সভাপতি মাহবুব মল্লিক, সহ-সভাপতি শামীম আহমেদ, শাহ্ জাহান মিয়া, তরিকুল ইসলাম, ব্যবসায়ী সেলিম হায়দার, মহিবুর রহমান চৌধুরী, আ. রকিব আহমেদ ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা আবুল কাসেম, আল-আমীন প্রমূখ।