1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

শাল্লায় নক্সাবহির্ভূত মুজিববর্ষের ঘর নির্মাণ: জেলা প্রশাসকের ক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২১ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শাল্লা:
সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন ৩জন এডিসি ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ২০জন কর্মকর্তা শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষে উপহার স্বরূপ আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন। কোথাও কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় বেশকিছু সরকারি ঘরের নকশা পরিবর্তন করা হয়েছে। যা একেবারেই মনগড়া। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ৫ ফেব্রুয়ারি উপজেলার বাহাড়া ইউপির রঘুনাথপুর গ্রামে সরেজমিনে এসব মনগড়াভাবে নকশা পরিবর্তন করে সরকারি ঘর তৈরি করতে দেখা যায়। এমন নিয়ম বহির্ভূতভাবে ডিজাইন তৈরির নির্দেশ কে দিয়েছেন-এমন প্রশ্নের উত্তরে রাজমিস্ত্রি রায়ধন দাস বলেন মামুনুর স্যার এভাবে ঘর তৈরির নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি। এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান বলেন জেলায় একটি রেজুলেশন করা হয়েছে। সেখানেই জায়গা যাদের কম তাদের এভাবেই ঘর তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
৫ ফেরুয়ারি শুক্রবার বিকেলে জেলা পরিষদের সামনে সাংবাদিকদের ঘরের নকশা পরিবর্তন করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন সরকারি ঘরের ডিজাইন চেইঞ্জ করার কোনো সুযোগ নেই। যে ডিজাইন চেইঞ্জ করেছে আমরা তার বিরুদ্ধে লেখবো এবং পরিবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের নিকট ঘরের ডিজাইন কেনো পরিবর্তন করা হলো তিনি জানতে চান এবং কোনোভাবেই সরকারি ঘরের ডিজাইন পরিবর্তন করা যাবে না বলে তাঁকে সতর্ক করে দেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বলেন সরকারি ঘরের ডিজাইন কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যারা করেছেন তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। শাল্লা উপজেলার কর্মকর্তারা
এমন অনেক নকশা বহির্ভূত ঘরের ধারে কাছেও নিয়ে যাননি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে পরিদর্শনে আসা সিনিয়র কর্মকর্তাদের।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!