স্টাফ রিপোর্টার::
রবিবার সকালে সুনামগঞ্জের শীর্ষ জনপ্রতিধি, ডাক্তার, সাংবাদিকসহ সম্মুখসারির যোদ্ধারা করোনা ভ্যাক্সিন গ্রহণ করেছেন। উৎসবমুখর পরিবেশে ঠিকাদান কর্মসূচি চলছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ৫টি বুথসহহ জেলা সদরে ৮টি কেন্দ্রে করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়।
সকালে একই সঙ্গে ভ্যাক্সিন নেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে ভ্যাক্সিন গ্রহণ করেন সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার, ঢাকা পোস্টের আসাদ মনি, সুনামগঞ্জের খবরের পুলকরাজ।
সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, ডাক্তার সৈকত দাসসহ ডাক্তার ও নার্সরা ভ্যাক্সিন গ্রহণ করেছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতাল করোনা ঠিকাদান কেন্দ্র থেকে দুইজন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, ডিসি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আমাদের ডাক্তার, নার্সরা ভ্যাক্সিন গ্রহণ করেছেন। জেলার সব উপজেলায়ই একযোগে ভ্যাক্সিন নেওয়া হচ্ছে।