স্টাফ রিপোর্টার::
সমাজের অগ্রসর ও সচেতন অংশ হিসেবে বিবেচিত সাংবাদিকরা। তারা জনগণকে প্রতিদিন নিত্য নতুন তথ্য সরবরাহের পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে সাবধান করেন। এবারও করোনা মহামারির প্রতিষেধক ভ্যাক্সিন নিয়ে যখন অপপ্রচার চলছিয়ে তখনও এগিয়ে আসেন দেশের প্রগতিশীল ধারার সংবাদকর্মীরা। কাজের মাধ্যমে তারা গুজব ও অপ্রচারের জবাব দিয়ে যাচ্ছেন।
সুনামগঞ্জের প্রগতিশীল ধারার সংবাদকর্মীরা এবারও সারাদেশে ভ্যাক্সিন কার্যক্রম শুরুর দিন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। এ কাজে সুনামগঞ্জের মূলধারার প্রগতিশীল সাংবাদিকরাও পিছিয়ে নেই। রবিবার সকালে পেশাগত দায়িত্ব পালন করেই তারা ভ্যাক্সিন গ্রহণ করেন।
সাংবাদিকদের মধ্যে রবিবার দুপুরে একই সঙ্গে ভ্যাক্সিন গ্রহণ করেন সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, দৈনি আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি, সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পুলক রাজ।
সাংবাদিকবৃন্দ ভ্যাক্সিন গ্রহণ করে সুনামগঞ্জবাসীকে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছেন। অপপ্রচার ও গুজবে বিশ্বাস না করে মহামারি থেকে রক্ষা পেতে তারা প্রতিষেধক ভ্যাক্সিন গ্রহণের আহ্বান জানান।