বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাতে শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনের মাঠে বিদ্যালয়ের মাঠের খেলোয়াড়বৃন্দদের আয়োজনে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। ফাইনলা খেলায় আশরাফ রনি ও তোফায়েল রনির জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবুল আহসান মো. শিহাব ও রোকশান জুটি।
বিদ্যালয়ের খেলোয়াড় সৌরভ চৌধুরী ও আমির হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবাবিল নূর, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান জামিল আনাস, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল আমিরুল হক, পিকে ডিস্টিভিউশন অব বিকাশ আরএল সুনামগঞ্জ এর জিএম আশরাফুজ্জামান রনি, বিকাশ এর টিএম চৌধুরী আব্রার হামিদ, ইউনিলিভার লিমিটেড সুনামগঞ্জ এর টিএম রিফাতুল হক, সুসক-১৪ এর সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, ব্যবসায়ী তানজিম তিমু প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র নাদের বখত বলেন, আজকে আমার খুব ভালো লাগলো আপানারা এখনো আয়ূব বখত জগলুলকে স্মরণ করে টুর্নামেন্টের আয়োজন করেছেন যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আজকে ফাইনলাল ছিল উপভোগ করার মতো যারা আমার থেকে ভালো খেলা বুঝেন তা হয়তো বুঝবেন কতটুকু ভালো খেলা হয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের তারুণ্যের প্রতীকি খেলাধুলার মাধ্যমে প্রকাশ পায়. খেলাধুলার মাধ্যমে একটি তরুণ সমাজকে ভালো গÐির মধ্যে রাখা যায়। এই যে ব্যাডমিন্টন খেলার চর্চার প্রয়োজন রয়েছে এই খেলাধুলা আগামীতেও চলমান তাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
আলোচনা শেষে পুরস্কার বিতররণ অনুষ্ঠানে মেয়র নাদের বখতকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। এসময় ইউসুফ আহমেদ, উত্তম সনি, মোজাহিদুল ইসলাম, প্রণয় চক্রবর্তী, শহিদুল ইসলাম, মাসুদ আহমদ, শাকিল আহমদ, সামছুদ্দিন জনি, এটিএম শাহিন ও রিপন আহমেদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আদর্শ শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ের মাঠের খেলোয়াড়বৃন্দরা।