বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট তরুন করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মরহুম আব্দুল কুদ্দুছ তালুকদারের ছেলে মেসার্স কে কে
এন্টারপ্রাইজের সত্বাধীকারী মো. জুয়েল আমিন। দ্বীতীয় বারের মতো ২০১৯-২০২০ অর্থ বছরে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট করদাতা (তরুন ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন তিনি।
এ উপলক্ষে সিলেট কর অঞ্চলের সুনামগঞ্জ সার্কেল (১৮) তাকে সম্মাননা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ কর কার্যালয় হাসননগরে
এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সার্কেল ১৮ সুনামগঞ্জের অতিরিক্ত সহকারী কমিশনার কর সালেহ্ আহম্মেদ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেল ২০ ছাতক কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কমিশনার মো. ফকরুজ্জামান, সুনামগঞ্জ জেলা কর
আইনজিবী সমিতির সভাপতি মো. সালেহ্ আহম্মেদ, সাধারণ সম্পাদক এ কে এম মহিম, মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ শাখা ব্যাবস্থাপক আহমেদুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যাবস্থাপক নিরেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, আবির হাসাস-মানিক প্রমুখ।
এছাড়াও জেলার সর্বোচ্চ করতাদা নির্বাচিত হয়েছেন, ছাতকের মো. আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জের মো. আতিকুর রহমান, নুরুল ইসলাম, দীর্ঘ মেয়াদী করদাতা নির্বাচিত হয়েছেন, সুনামগঞ্জের বিশ্বনাথ রায়, ছাতকের মো. আলা উদ্দিন, এবং তরুন ক্যাটাগরীতে
মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন, সুনামগঞ্জের দিলশাদ বেগম চৌধুরী। একই অনুষ্টানে দাদেরকেও সম্মাননা প্রদান করা হয়েছে
সিলেট কর অঞ্চল সুনামগঞ্জ সার্কেলের পক্ষ থেকে।