স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের পরিচিত মুখ বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু (৭০) আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন) বুধবার বেলা ৩টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বজলুল মজিদ চৌধুরী খসরু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার লক্ষীপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে সন্তান। তবে পাকিস্তান আমল থেকেই তার পরিবার সুনামগঞ্জ শহরের ষোলঘরে বসবাস করে আসছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
বজলুল মজিদ চৌধুরী খসরু সামাজিকভাবে নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আদালতের সাবেক পিপির দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ হাওর বাচাও আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ নিয়ে তার রচিত ‘রক্তাক্ত একাত্তর’ মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি তরুণ প্রজন্মকে নিয়ে মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র নামের একটি সংগঠন করেছিলেন।
তার নামাজে যানাজা ও গোর দাফন বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।