স্টাফ রিপোর্টার :
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী শহরবাসীর পরম শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ বজলুল মজিদ চৌধুরী খসরু হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বেলা তিনটায় ইন্তেকাল করেছেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আকস্মিক মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও মরহুম মুক্তিযোদ্ধার শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখা। এক যুক্ত বিবৃতিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল,দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রপেসর মাসুদুজ্জামান লিটন,সদর উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল আমিন,সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রুমেল,বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ বিল্লাল মিয়া,নেসার আহমদ শফিক ও কিতাব আলীসহ সুনামগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা,বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরুর প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বেলা আড়াইটায় ষোলঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে। পরে ষোলঘর এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় মরদেহ নেওয়া হবে জেলা আইনজীবী সমিতিতে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে শহরের শহীদ মিনারে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে পৌরসভায়। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে শহরের ষোলঘর এলাকার কবরস্থানে দাফন সম্পন্ন হবে।