২৭ ফেব্রুয়ারী সুনামগঞ্জ সদর উপজেলায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন গুদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ ও ২ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনবা মোঃ মোকশেদ আলী, ১ নং ওয়ার্ডের মেম্বরা পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল হক, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি নুর আহম্মদ, সহ -সভাপকি মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের দায়িত্ব প্রাপ্ত স্মার্ট কার্ড বিতরণকারী জনাব মোঃ আজরিন আহমদ,মোঃ সফিকুল ইসলাম ও ফারদিন। মোঃ আজরিন আহমদ জানান যে, আগামী ২৮ ফেব্রুয়ারী জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদে ৪ ও ৫ নং ওয়ার্ডের এবং ০১ মার্চে মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩,৭,৮ ও ৯ ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র (ঘওউ) স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তিনি আরোও জানান যে, কার্ড হোল্ডারকে ভোটার স্লিপ আবশ্যিকভাবে জমা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। ভোটারদের অনুপস্থিতিতে ভোটার স্লিপ ও পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিলের সাপেক্ষে (ঘওউ) স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। স্লিপ হারিয়ে ফেলার ক্ষেত্রে অবশ্যই (জিডি) সাধারণ ডাইরী করে সদর উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে (ঘওউ) স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি