আল-হেলাল:
সুনামগঞ্জে মরমী সাধক আবুবক্কর সিদ্দিক লাঠি শাহ এর নিজ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ষষ্ঠতম ওরশ মোবারক সম্পন্ন হয়েছে। ৩রা মার্চ বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে লাঠি শাহের নিজ মোকাম প্রাঙ্গনে এ উপলক্ষে দোয়া,জিকির, তবারক বিতরন ও বাউল গানের আয়োজন করা হয়। এতে দোয়া ও জিকির পরিচালনা করেন মুন্সীগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মঞ্জিল হক মনির মাস্তান মাইজভান্ডারী ও নেত্রকোনা থেকে আগত মোহাম্মদ সায়দুল হক ফকির। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল। ধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ,আয়োজক কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল,সাধারন সম্পাদক মোঃ বকুল মিয়া,অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শেখসহ স্থানীয় সংস্কৃতানুরাগী ব্যক্তিবর্গরা। পরে রাতব্যাপী বাউল গানের আসরে সুনামগঞ্জের পঞ্চরতœ বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের স¤্রাট বাউল কামাল পাশা,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত সংগীত পরিবেশন করেন শিল্পী পাগল হাসান,আব্দুল আওয়াল কাউয়ালি,ফারজানা আক্তার আশা,উর্মি আক্তার সুমি,বাউল আল-হেলাল,স্থানীয় শিল্পী সোহেল মিয়া,সোলেমান মিয়া ও আব্দুল লতিফসহ আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীবৃন্দ। মনির সাউন্ড সিস্টেম এর পাশাপাশি কীবোর্ডে মন্তোষ চন্দ,বাঁশীতে শংকর দাস,প্যাডে উত্তম দাস,ঢোলে মালেক মিয়া ও মন্দিরায় ফারুক মিয়া গানের কথার সাথে সুর সংযোজন করে রাতব্যাপী অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
উল্লেখ্য গীতিকার আবুবক্কর সিদ্দিক লাঠি শাহ গত ৬ বছর যাবৎ সুনামগঞ্জের হারিয়ে যাওয়া মরমী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিজের জায়গায় মোকাম স্থাপনসহ ওরস উৎসবের আয়োজন করে যাচ্ছেন। তিনি তার পরিচালিত মোকামের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের সহযোগীতা কামনা করেছেন। অনুষ্ঠানে গীতিকার সুরকার ও সংগীত শিল্পী পাগল হাসানের মাটির গানে সমবেত শ্রোতা দর্শকরা আলাদাভাবে উজ্জীবিত হন এবং অধীর আগ্রহে সকল শিল্পীদের গান উপভোগ করেন।