1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে মরমী সাধক ওয়াছিব উল্লাহ শাহ স্মরণে ওরশ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১, ৭.২৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

আল-হেলাল :
সুনামগঞ্জে মরমী সাধক শাহ ওয়াছিব উল্লাহ মাইজভান্ডারী স্মরণে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ওরশ মোবারক সম্পন্ন হয়েছে। ৮ মার্চ সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামে নিজ মোকাম প্রাঙ্গনে এ উপলক্ষে দোয়া,জিকির, তবারক বিতরন ও বাউল গানের আয়োজন করা হয়। এতে দোয়া ও জিকির পরিচালনা করেন অমিতশ্রী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ প্রপেসর নুরুজ আলী,ইনাতনগর নিবাসী আব্দুস সালাম,আব্দুল কাদির,ইজ্জত আলী,গৌরারং নিবাসী আব্দুল জলিল,বেরীগাঁও আজির উদ্দিন ও উপেন্দ্রনগর নিবাসী নিজাম উদ্দিনসহ মাইজভান্ডারী তরিকার স্থানীয় মুরুব্বীয়ানগন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল। স্বাগত বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী ও সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক। পরে কান্দিগাঁও নিবাসী ফয়জুল ইসলামের পরিচালনায় রাতব্যাপী বাউল গানের আসরে সুনামগঞ্জের পঞ্চরতœ বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের স¤্রাট বাউল কামাল পাশা,বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী শাহনূর মিয়া,বাউল আল-হেলাল,বাউল আপ্তাব নূর,বাউল জয়নাল আবেদীন,বাউল অর্চনা রানী বিশ্বাস,তাছলিমা আক্তার ও রুহু জালালীসহ আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য মরমী সাধক শাহ ওয়াছিব উল্লাহ মাইজভান্ডারী ২০০১ইং সনে মৃত্যুবরন করেন। এরপর থেকে তার পুত্র আব্দুল হক মাইজভান্ডারী গত ১০ বছর যাবৎ সুনামগঞ্জের হারিয়ে যাওয়া মরমী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিজের পিতার স্মরণে ওরস উৎসবের আয়োজন করে যাচ্ছেন। মরমী সাধক শাহ ওয়াছিব উল্লাহ মাইজভান্ডারী জীবদ্ধশায় তাঁর পীর মাওলানা দিলোয়ার হোসেন মাইজভান্ডারী স্মরণে অনুরুপভাবে ওরস অনুষ্ঠান পালন করতেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!