বিশেষ প্রতিনিধি::
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, বাংলাদেশে নারীনির্যাতন বেড়েই চলছে। ধর্ষণের শিকার হচ্ছে ছয় বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত। তিনি বলেন, অনেক পুরুষ মনে করেন নারীদের নির্যাতন করা তাদের অধিকারে পড়ে। আর কারণেই নারীনির্যাতন বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন সাবেক এমপি শাহানা রাব্বানী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন সাদিক, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক মো. আজহার হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা অফিসের উপপরিচালক সুচিত্রা রায় ও জেলা ইসলামী অধিদফতরের ডিডি মো. আশরাফ উদ্দিন প্রমুখ।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম তার বক্তব্যে আরো বলেন, রাষ্ট্রের সকলের মানবাধিকার সুরক্ষায় কাজ করছি আমরা। আমাদের সংবিধানে সকল নাগরিকের জন্য সমান মর্যাদা সুনিশ্চিত করা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুর বিরুদ্ধে সব ধরনের নির্যাতন, সহিসংতা, বৈষম্য বিলোপ সাধনে আমরা কাজ করছি। আমরা চাই সমতার পৃথিবী।