1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

তাহিরপুরে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্রের উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১.১২ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার(১৪ মার্চ) দুপুর ১২টায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্রের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নূর আহমদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম(ধানু), প্রাক্তন উপজেলা সহকারি মেডিকেল অফিসার ডা. হাফিজ উদ্দিন প্রমূখ।

জানা গেছে, এ উপকেন্দ্র যেকোন সময় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে প্রতি রোববার ৪০ অনুর্ধ যে কেউ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন।

ভ্যাকসিন প্রদান কার্যক্রমের দায়িত্বে রয়েছেন উপজেলা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ফাতেমা জাহান সাকি, সিনিয়র স্টাফ নার্স আব্দুল হাকিম এবং বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফ্যামিলি ওয়াল ফেয়্যার ভিজিটর লোপা রাণী পাল। এছাড়াও এ কর্মসূচি বাস্তবায়ন সহযোগিতায় রয়েছেন উপজেলা হেলথ্ ইনস্পেকটর রফিকুল ইসলাম, ইপিআই( টেকনিশিয়ান) নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট হেলথ্ ইনস্পেকটর বিকাশ রঞ্জন তালুকদার, আব্দুর রহিম, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর মিন্টু চন্দ্র তালুকদার।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্র হিসেবে বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভ্যাকসিন প্রদান কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারীদের সার্বক্ষণিক তৎপরতার পাশাপাশি ৪জন স্বেচ্ছাসেবীও কাজ করে যাবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!