সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তন হল রুমে প্রশাসনের উদ্যোগে ওই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। হঐভড প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, শুকদেব পুর মাদ্রাসার সুপার মাও মাহমুদুল হাসান, নোয়াগাও মাদ্রাসার সহকারী শিক্ষক মাও হাবিবুর রহমান।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল তাই দেশী বিদেশী কিছু সংখ্যক বিপদগামী লোক দেশটাকে সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তাই আমরা দল মতের উর্ধ্বে উঠে জঙ্গীবাদ নিমূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। তৃণমুল পর্যায়ে সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ নিমূলে প্রতিটি ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ে কমিটি গঠন করা হবে। মতবিনিময় সভায় উপজেলার সরকারী বেসরকারী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ###