স্টাফ রিপোর্টার::
স্বাধীনতার ৫০ বছর উদযাপিত হবে এবছর। অথচ আজও বাংলাদেশে ১ কোটি ১০ লক্ষ প্রাতিষ্ঠানিক শ্রমিক, ২ কোটি ৩০ লক্ষ কৃষি শ্রমিক এবং ৩ কোটি ২০ লক্ষ অন্যান্য পেশার শ্রমজীবি মানুষের কারো জন্যই আর্থিক, সামাজিক বা স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত হয়নি। কথাগুলো বলছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকন।
যুব নেতা আরও বলেন, করোনাকালে প্রায় ৩ কোটি মানুষ কাজ হারিয়েছে। কমপক্ষে ১৪ লক্ষ প্রবাসি শ্রমিক বেকার হয়েছে। প্রাতিষ্ঠানিক খাতে ১৩ ভাগ মানুষ চাকুরিচ্যুত হয়েছেন। ৭২ % মানুষের আয় কমেছে। জনজীবনের সংকট আরও তীব্রতর হচ্ছে। সরকার এসব সমস্যার সমাধানে কাজ করছে না। ৯৭% মানুষকে রেখে ৩% ভাগ মানুষের স্বার্থরক্ষার জন্য কাজ করে যাচ্ছে।
বোরবার (১৫ মার্চ) বিকাল ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা যুব ইউনিয়নের কর্ম প্রত্যাশী যুবকদের নিবন্ধন ফরম পূরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া’র সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, যুব নেতা মো. শাহ্ কামাল, দিরাই যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন্ময় দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার।
কর্ম প্রত্যাশীতদের নিবন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন যুবনেতা মনির হোসেন দুর্জয়।